সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ
সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ বিভাগটিকে বলা হয় গার্হস্থ্য অর্থনীতির প্রাণ। কারণ জীবনের প্রতিটি কর্মেই ব্যবস্থাপনা প্রয়োজন। এ বিষয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঠিক সিদ্ধান্ত গ্রহন, টেকসই প্রযুক্তির ব্যবহার, এন্ট্রাপ্রেনরশীপ, ভোগ অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা, সাংগঠনিক আচরণ, মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ নীতিমালা সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার শিক্ষা দেওয়া হয়। এছাড়া সম্পদ ব্যবস্থাপনা, গৃহায়ন সমস্যার সমাধানে গবেষণালব্ধ শিক্ষা, হাউজ প্ল্যান, ইন্টোরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে জ্ঞান দান করা এ শিক্ষার অন্যতম দর্শন। বর্তমানে ১ম বর্ষ হতে এম.এস পর্যন্ত প্রতিটি বর্ষে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্যোক্তা সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান দান করা হয় । যার ফলে ছাত্রীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। এ বিষয়টির জ্ঞান ছাত্রীদের নিম্নোক্ত ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করে- —
- বি.সি.এস উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ।
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
- আর্থিক প্রতিষ্ঠান (সরকারী ও বেসরকারী ব্যাংকে)
- বিভিন্ন এনজিও।
- ব্যবসায় প্রশাসন।
- পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠান।
- ইন্টোরিয়র প্রতিষ্ঠান।
- যে কোন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ।
- উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ।
- রিসার্স অফিসার হিসেবে।