খাদ্য ও পুষ্টি সম্পর্কে বিজ্ঞান সম্মত উপায়ে সঠিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে অধ্যয়নের বিকল্প নেই। একজন পুষ্টিবিদ খাদ্য গ্রহন সম্পর্কে সঠিক নির্দেশনা প্রদানের পাশাপাশি জনগনের মাঝে সঠিক পুষ্টি জ্ঞানের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন ছাত্রী উচ্চ শিক্ষা অর্জনের জন্য খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়কে নির্বাচন করতে পারে। ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স এ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান এবং আধুনিক Food Lab, Science Lab, Physics Lab পরিচালনা করা হয়। পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে এ কলেজ থেকে ছাত্রীরা অংশ গ্রহণ করে এবং এ কলেজ থেকে বাস্তবিক ও প্রয়োগিক জ্ঞান অর্জনের জন্য প্রতি বছর ছাত্রীদের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে এবং হোটেল ও Food Processing Industry পরিদর্শন করানো হয় যা তাদের ব্যবহারিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র তৈরিতে সহায়ক। এ কলেজ থেকে অধ্যয়ন সম্পন্ন করে ছাত্রীরা সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে, রিসার্চ ইনস্টিটিউটে গবেষক হিসেবে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স থেকে ছাত্রীরা খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে বি.এসসি ও এম.এস সম্পন্ন করে আরও উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।