গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগ বিএসসি (অনার্স) এবং এম এস কোর্স এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি কাজ সম্পর্কিত এবং ব্যবহার ভিত্তিক বিষয়। এ বিষয় অধ্যায়ন করে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা যায়।
বস্ত্র পরিচ্ছদ হলো পোশাক এবং অন্যান্য টেক্সটাইল পণ্যগুলির নকশা, উৎপাদন , বিপণন , কাপড় অন্যান্য উপকরণ এবং বুনন, রঞ্জন বিদ্যা, মুদ্রণ, প্যাটার্ন-তৈরি, সেলাই, ওয়াশিং ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করা।
বয়নশিল্প হলো যে শিল্পে টানা এবং পড়েন সুতা পরস্পরের বন্ধনীর মাধ্যমে মানুষের পরিধেয় এবং ব্যবহারের উপযোগী বস্ত্র তৈরি করা হয় তাকে বয়ন শিল্প বলে।
আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে আমাদের দেশে বস্ত্রশিল্পের এবং পোশাক শিল্পের বিপুল বিস্তার ঘটায় এই বিভাগের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। এটি একটি যুগ উপযোগী শিক্ষা। বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিষয়ের পাঠ্যক্রমে বয়নশিল্পের কাঁচামাল থেকে শুরু করে সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন ও পোশাক উৎপাদনের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।
একজন শিক্ষার্থী বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এম এস কোর্স সম্পূর্ণ করার পর তার শৈল্পিক ও প্রযুক্তিগত দক্ষতা বিষয় ভিত্তিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে। এই শিক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এই বিষয়ে প্রধান পেশাগত ক্ষেত্রগুলো হল- শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র । এছাড়া কমিউনিটি সার্ভিস, গবেষণা ও প্রশাসন কাজেও ক্ষেত্র রয়েছে ।
এছাড়া সরকারি বিভিন্ন ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে —
- Textile and Apparel Technology
- Yarn and fabric manufacturing
- Weaving and knitting
- Dyeing, printing and finishing
- Fashion designing
- Industrial management and merchandising
- Women entrepreneurship
এছাড়া সরকারি বিভিন্ন ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে —
পাট অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, বস্ত্র অধিদপ্তর , বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড, BCS সহ অন্যানন্য সরকারি চাকরি
বর্তমানে আমাদের শিক্ষার্থীদের দখলে থাকা অনেক পদের মধ্যে কয়েকটি হলো - বেক্সিমকো, ক্রে-ক্রাফট, আড়ং, গ্রামীণ চেক,সাদাকালো ফ্যাশন হাউস, Hoorain Hi-tech Fabric Ltd, DBL Group অন্যতম। বর্তমানে এই বিভাগের ছাত্রীদের M.Phil এবং Ph.D সহ বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।