Food and Nutrition

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান

সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। পুষ্টি সম্পর্কিত বিভিন্ন ধরণের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে এবং সুস্বাস্থ্য অর্জনের জন্য বর্তমানবিশ্বে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স এ দীর্ঘ ২৬ বছর ধরে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে ছাত্রীদের পাঠদান করানো হয় এবং এ কলেজ এর ছাত্রীদের ফলাফল সর্বদা ঈর্ষণীয়। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে অধ্যয়ন সম্পন্ন করে যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে সে সকল ক্ষেত্র গুলো হলঃ

  • বি.সি.এস উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ।
  • ক্লিনিক্যাল ডায়টেশিয়ান হিসাবে সরকারী বেসরকারী হাসপাতালে।
  • বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন এবং শিক্ষকতাসহ সকল ক্যাডারে সরকারি চাকুরী ।
  • রিসার্চ ইনস্টিটিউটে গবেষণা।
  • খাদ্য উৎপাদন ও মাননিয়ন্ত্রন প্রতিষ্ঠানে কাজের সুযোগ ।
  • আন্তর্জাতিক বিভিন্ন এনজিও এবং সংস্থায় ( FAO, WHO, UNICEF, ICDDRB, BRAC, ASA )কাজের সুযোগ ।
  • সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। সুতরাং, উচ্চ শিক্ষার বিষয় হিসেবে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়টি নির্বাচন করা সময়োপযোগী সঠিক সিন্ধান্ত।

   খাদ্য ও পুষ্টি সম্পর্কে বিজ্ঞান সম্মত উপায়ে সঠিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে অধ্যয়নের বিকল্প নেই। একজন পুষ্টিবিদ খাদ্য গ্রহন সম্পর্কে সঠিক নির্দেশনা প্রদানের পাশাপাশি জনগনের মাঝে সঠিক পুষ্টি জ্ঞানের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন ছাত্রী উচ্চ শিক্ষা অর্জনের জন্য খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়কে নির্বাচন করতে পারে। ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স এ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান এবং আধুনিক Food Lab, Science Lab, Physics Lab পরিচালনা করা হয়। পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রমে এ কলেজ থেকে ছাত্রীরা অংশ গ্রহণ করে এবং এ কলেজ থেকে বাস্তবিক ও প্রয়োগিক জ্ঞান অর্জনের জন্য প্রতি বছর ছাত্রীদের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে এবং প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে পর্যটন কর্পোরেশনের খাদ্য পরিবেশন প্রতিষ্ঠান ও Food Processing Industry পরিদর্শন করানো হয় যা তাদের ব্যবহারিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র তৈরিতে সহায়ক। এ কলেজ থেকে অধ্যয়ন সম্পন্ন করে ছাত্রীরা সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে, রিসার্চ ইনস্টিটিউটে গবেষক হিসেবে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স থেকে ছাত্রীরা খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে বি.এসসি ও এম.এস সম্পন্ন করে আরও উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।

Faculty Members

Professor Naimun Nahar

Food and Nutrition

nahar68@gmail.com

Professor Syeda Afrose Jahan Mousumi

Food and Nutrition

syedajahan2021@gmail.com

Sharifa Selina Rahman

Associate Professor

Food and Nutrition

selinalikhon@gmail.com

Ittila Ghani Ava

Assistant Professor

Food and Nutrition

ittilaghaniava@gmail.com

Roza Maisha Banee

Lecturer

Food and Nutrition

roza.banee811@gmail.com

Vaskar Talapatra

Demonstrator

Food and Nutrition

vaskartalapatra@gmail.com

Md. Sohel Rana Pritom

Lab Assistant

Food and Nutrition

pritomrana07@gmail.com

Resource Management and Entrepreneurship

সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ

   সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ বিভাগটিকে বলা হয় গার্হস্থ্য অর্থনীতির প্রাণ। কারণ জীবনের প্রতিটি কর্মেই ব্যবস্থাপনা প্রয়োজন। এ বিষয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঠিক সিদ্ধান্ত গ্রহন, টেকসই প্রযুক্তির ব্যবহার, এন্ট্রাপ্রেনরশীপ, ভোগ অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা, সাংগঠনিক আচরণ, মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ নীতিমালা সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার শিক্ষা দেওয়া হয়। এছাড়া সম্পদ ব্যবস্থাপনা, গৃহায়ন সমস্যার সমাধানে গবেষণালব্ধ শিক্ষা, হাউজ প্ল্যান, ইন্টোরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন সম্পর্কে জ্ঞান দান করা এ শিক্ষার অন্যতম দর্শন। বর্তমানে ১ম বর্ষ হতে এম.এস পর্যন্ত প্রতিটি বর্ষে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি উদ্যোক্তা সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান দান করা হয় । যার ফলে ছাত্রীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। এ বিষয়টির জ্ঞান ছাত্রীদের নিম্নোক্ত ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করে গড়ে তুলতে পারে।

  • বি.সি.এস উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ।
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
  • আর্থিক প্রতিষ্ঠান (সরকারী ও বেসরকারী ব্যাংক)
  • বিভিন্ন এনজিও।
  • ব্যবসায় প্রশাসন।
  • পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠান।
  • ইন্টোরিয়র প্রতিষ্ঠান।
  • যে কোন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ।
  • উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ।
  • রিসার্স অফিসার হিসেবে।

Faculty Members

Nighat Seema

Associate Professor

Resource Management and Entrepreneurship

nighatseema2021@gmail.com

Laila yesmin talukder

Assistant Professor

Resource Management and Entrepreneurship

lailayesminshoma@gmail.com

Ashia Parvin

Associate professor

Resource Management and Entrepreneurship

ashiaparvin1988@gmail.com

Prianka Salam

Assistant Professor

Resource Management and Entrepreneurship

priankasalam12@gmail.com

MST. FAIJAZAMAN

Lecturer

Resource Management and Entrepreneurship

faija.du93@gmail.com

Child Development and Social Relationship

শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক

   মানবসভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় শিশু জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শ ভিত্তিক একটি পর্যায়। মাতৃগর্ভে ২৮০ দিন বেড়ে উঠার পর শিশু যখন পৃথিবীর মুখ দেখে তখন থেকেই শুরু হয় অভিযোজন এর পালা । জন্ম থেকে প্রথম দুই সপ্তাহ বা নবজাতকাল শিশুর ভিত্তি প্রস্থের সময়। অতঃপর সামাজিক ও ব্যক্তিগতভাবে শিশু স্বাস্থ্যের উপরে গুরুত্ব দিয়ে শিশুকে বেড়ে তোলা , জীবনের প্রতিটি পর্যায়ে সুষ্ঠু ও সঠিক বিকাশ নিশ্চিত করা। শিশুবিকাশ ও সামাজিক সম্পর্কের মূল উদ্দেশ্য হলো শিশুকে সম্পদশালী করে গড়ে তোলার যত্ন, নির্দেশনা ,দর্শন ও পরিবেশের মাধ্যমে। শিশু বিকাশের অন্যতম পর্যায় হল মানব শিশুর বেড়ে ওঠা প্রতিটি ধাপে ধাপে। শিশু পর্যায় অতিক্রম করে যখন বয়সন্ধি ও তারুণ্যে পৌঁছায় তখন শুরু বড় জীবন পরিবর্তনের পালা। জীবিকার অন্বেষণ ও জীবন পরিক্রমায় সমাজে নিজের অবস্থান গড়ে নেওয়া । প্রাপ্ত বয়সে প্রায়স্বী কৃতি আর বৃদ্ধ বয়সে পায় প্রাপ্তি। শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক এমন একটি শিল্প ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান অন্বেষণে সক্রিয় হবে। নিজ দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের শক্তি অর্জন করে যোগ্য মানব সম্পদ হয়ে পৃথিবীর বুকে অবস্থান করতে সক্ষম হবে । মা ও শিশু স্বাস্থ্য হতে শিশুর নার্সারি শিক্ষা, স্কুল শিক্ষা, পরবর্তীতে তারুণ্যের ঝঞ্ঝার অতিক্রম করে বাস্তবতার জীবন উপভোগ করার শিক্ষাসহ জীবন ভিত্তিক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কাউন্সিলিং জ্ঞানের অধিকারী হবে শিক্ষার্থীরা। পাশাপাশি সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শনাক্তকরণসহ তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের টিকে থাকার কৌশল শিখে নেবে। সর্বোপরি কর্মক্ষেত্র শিশু বিকাশ এর একটি বিরাট কার্যকারী মাধ্যম। ইন্টার্নশিপের মাধ্যমে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, বিসিএস, শিক্ষক, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকতা, বিভিন্ন হাসপাতাল শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্নস্থানে কর্মের সুযোগ রয়েছে।

Faculty Members

Professor Rabeya Shams

Child Development and Social Relationship

Professor Most.Farida Akhter

Child Development and Social Relationship

faridaakter972@gmail.com

Shameem Ara

Associate Professor

Child Development and Social Relationship

shameem.ara.mahmud@gmail.com

Umme Khadiza Begum

Assistant Professor

Child Development and Social Relationship

u.khadiza.b@gmail.com

Yeasina Binte Alam shammi

Assistant Professor

Child Development and Social Relationship

yeasinarahman@gmail.com

Fariha Rahman

Lecturer

Child Development and Social Relationship

fariharahmantiana@gmail.com

Art and Creative Studies

শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা

   শিক্ষার পূর্ণাঙ্গ বিকাশের জন্য জীবনভিত্তিক শিক্ষার গুরুত্ব সর্বকালে সর্বলোকের কাছে সমাদৃত। যে শিক্ষার সাথে জীবনের এবং প্রয়োজনের সম্পর্ক নেই সেটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নয়। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা জীবনের বহুমুখী সমস্যা সমাধানের লক্ষ্যে চারু ও কারুশিল্পের সুষম সমন্বয়ে সৃজনশীল কল্পনাশক্তির মাধ্যমে দেশীয় ঐতিহ্যের বহিঃপ্রকাশ ও যথাযথ সংরক্ষণের প্রচেষ্টায় সর্বদা নিরবিচ্ছিন্ন প্রয়াস। শিক্ষার সাথে জীবনের সম্পর্ক স্থাপন- এটাই শিল্পকলা ও সৃজনশীল শিক্ষার মূলমন্ত্র | শিল্প এমন একটি ক্ষেত্র যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করে এবং আমাদের সমস্ত ক্রিয়াকলাপের সাথে একত্রিত হয় । শিল্প প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি শিল্পকলা ও সৃজনশীলতার অস্তিত্ব থাকে তবেই পরিপূর্ণভাবে সফলতা অর্জন করা সম্ভব । শিল্পের উদ্ভব,বিকাশ, শিল্পের মাধ্যমে একটি জাতির উন্নয়ন ও সভ্যতার ধারাবাহিকতা , আমাদের দেশীয় শিল্প ও সংস্কৃতির ক্রমবিকাশ ও রক্ষণাবেক্ষণ সর্বোপরি শিল্পের মান উন্নয়নে শিল্পনীতি এবং শিল্প উপাদানের সমন্বয়ে হাতে কলমে শিল্প তৈরির কৌশলগুলো শেখানো অর্থাৎ পুরোপুরিভাবে শিল্পকে জানার জন্য তত্ত্বীয় ,ব্যবহারিক এবং গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থা রয়েছে শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগে। এই বিভাগের মূল উদ্দেশ্যই হল জীবনকে অর্থবহ ও কার্যকরী করে তোলা।এটি এমন একটি বিভাগ যেখানে বর্তমান যুগের অত্যন্ত চাহিদা সম্পন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল – গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন ডিজাইন ,ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি। এই বিভাগের শিক্ষাক্রমকে আরও বাস্তবমুখী করার জন্য রয়েছে সেমিনার , ফিল্ডওয়ার্ক,ইন্টার্নশিপ, প্রেজেন্টেশন , প্রদর্শনীর ব্যবস্থা, শিক্ষা সফর ইত্যাদি। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে-

  • বি.সি.এস. এ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে চাকুরির সু্যোগ।
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সু্যোগ।
  • বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে চাকুরির সু্যোগ।
  • সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকুরির সু্যোগ।
  • বুটিক্স ও ফ্যাশন হাউজে ফ্যাশন ডিজাইনার ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজের সু্যোগ।
  • প্রদর্শনী ও বিজ্ঞাপন সংস্থায় কাজের সুযোগ।
  • মৃৎশিল্প প্রতিষ্ঠান , টেক্সটাইল প্রিন্টিং সেন্টার ও তাঁত শিল্প প্রতিষ্ঠানে কাজের সু্যোগ।
  • অরনামেন্টস ডিজাইনার,কালারিং এন্ড স্টিচিং এক্সপার্ট হিসেবে কাজের সু্যোগ।
  • কুটির শিল্প সংস্থা পরিচালনা করার সু্যোগ।

সর্বোপরি শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিষয়ে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকে। তাই বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মানদন্ড তৈরি করে বিশ্ব মানচিত্রে দেশকে তুলে ধরার জন্য শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের গুরুত্ব অপরিসীম।

Faculty Members

Professor Dilruba Hasina

Art and Creative Studies

dhasina7@gmail.com

Tasfia Noor

Asociate Professor

Art and Creative Studies

tasfia.noor53@gmail.com

Shahana Bari

Asociate Professor

Art and Creative Studies

barishahana4@gmail.com

Laboni Hossain

Assistant Professor

Art and Creative Studies

laboni.nche@gmail.com

KHAYRUCH MALYHA

Assistant Professor

Art and Creative Studies

malyhajoya91@gmail.com

Clothing and Textile

বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগ

  গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগ বিএসসি (অনার্স) এবং এম এস কোর্স এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি ব্যবহার ভিত্তিক বিষয়। এ বিষয় অধ্যায়ন করে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা যায়। বস্ত্র পরিচ্ছদ হলো পোশাক এবং অন্যান্য টেক্সটাইল পণ্যগুলির নকশা, উৎপাদন , বিপণন , বুনন, রঞ্জন বিদ্যা, ছাপা, প্যাটার্ন-তৈরি, সেলাই, ওয়াশিং ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করা। বয়ন শিল্প হলো যে শিল্পে টানা এবং পড়েন সুতা পরস্পরের বন্ধনীর মাধ্যমে মানুষের পরিধেয় এবং ব্যবহারের উপযোগী বস্ত্র । আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে আমাদের দেশে পোশাক শিল্পের বিপুল বিস্তার ঘটায় এই বিভাগের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। এটি একটি যুগ উপযোগী শিক্ষা। বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিষয়ের পাঠ্যক্রমে বয়নশিল্পের কাঁচামাল থেকে শুরু করে সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন ও পোশাক উৎপাদনের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। একজন শিক্ষার্থী বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এম এস কোর্স সম্পূর্ণ করার পর তার শৈল্পিক ও প্রযুক্তিগত দক্ষতা বিষয় ভিত্তিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে। এই শিক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এই বিষয়ে প্রধান পেশাগত ক্ষেত্রগুলো হল- শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র । এছাড়া কমিউনিটি সার্ভিস, গবেষণা ও প্রশাসনিক কাজেও ক্ষেত্র রয়েছে । এছাড়া সরকারি বিভিন্ন ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে —

  • Textile and Apparel Technology
  • Yarn and fabric manufacturing
  • Weaving and knitting
  • Dyeing, printing and finishing
  • Fashion designing
  • Industrial management and merchandising
  • Women entrepreneurship

   এছাড়া সরকারি বিভিন্ন ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে — পাট অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, বস্ত্র অধিদপ্তর , বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড, BCS সহ অন্যানন্যa সরকারি চাকরি বর্তমানে আমাদের শিক্ষার্থীদের দখলে থাকা অনেক পদের মধ্যে কয়েকটি হলো - বেক্সিমকো, ক্রে-ক্রাফট, আড়ং, গ্রামীণ চেক,সাদাকালো ফ্যাশন হাউস, Hoorain Hi-tech Fabric Ltd, DBL Group অন্যতম। বর্তমানে এই বিভাগের ছাত্রীদের M.Phil এবং Ph.D সহ বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।

Faculty Members

Professor Hasina Akter

Clothing and Textile

akterhasina01@gmail.com

Zakia Khanam.

Assistant Professor

Clothing and Textile

trinazakia0602@gmail.com

Fauzia Sume

Assistant Professor

Clothing and Textile

fauziasume2015@gmail

Lutfun Nahar

Assistant Professor

Clothing and Textile

lutfunnahar530@gmail.com

Other Faculty Members

Professor Rokshana Kader

Microbiology

rokshanakader28@gmail.com

Professor K.M. Harun Or Rashid

Physics

Quamrun Nahar

Associate professor
Statistics

quamrun2405@gmail.com

Umme Ferdoushe Ara

Associate Professor
Biochemistry

ummaferdoushe748@gmail.com

Mahbuba Khanam

Assistant Professor
Psychology

mahbubarahman23668@gmail.com

Farhana Afroz

Assistant Professor
Economics

farhanaafroz1010@gmail.com

Mehjabin Haque

Lecturer
Social Science

mehjabinhaque.tanni@gmail.com

Sharrafa Badrit Proma

Lecturer
English

sharrafa.badrit@gmail.com